রাজধানীতে হঠা’ৎ বিএন’পির বি’ক্ষোভ
নড়াইলের আ'দালতে বিএনপির ভারপ্রা'প্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরু'দ্ধে একটি মানহানি মাম'লায় সাজা দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে তাৎক্ষণিক 'বিক্ষো'ভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।





আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) 'বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে সংক্ষি'প্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা তারেক রহমানের বিরু'দ্ধে সাজা ও মাম'লা প্র'ত্যাহারের দাবি জানান।





মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের গো'লাম মাওলা শাহীন, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি ওমর' ফারুক কাওছার, পার্থদেব মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, তানজিল হাসান, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, এস এম হলের এইচ এম আবু জাফরসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।