অঘোষিত ফাইনালের আগেই দুঃসংবাদ পেল শ্রীলংকা

অঘোষিত ফাইনালের আগেই দুঃসংবাদ পেল শ্রীলংকা বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা। স্বাভাবিকভাবেই সিরিজে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ রূপ নিয়েছে ফাইনালের। যেই জিতবে সিরিজ তার। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল সফরকারী শ্রীলংকা।

চোটের কারণে ম্যাচটি থেকে ছিটকে গেলেন লংকান পেসার মাতিশা পাথিরানা। হ্যামস্ট্রিংয়ের গ্রেড ১ চোটের কারণে আজ মাঠে নামতে পারবেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’কে বিষয়টি জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।

পাথিরানা সিরিজের দ্বিতীয় ম্যাচেই বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে। ওই ম্যাচে নিজের স্পেলের চতুর্থ ওভার শেষও করতে পারেননি। তখন থেকেই সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে তার খেলা নিয়ে শঙ্কা ছিল।

লংকান এই পেসার সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানোর দিন ৪ ওভার বল করে ৫৬ রান দিয়েছেন। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান। চোটে পড়ার আগে ৩ ওভার ৪ বল করে ২৮ রানে নেন ২ উইকেট। যদিও সে ম্যাচটিতে হেরে যায় শ্রীলংকা। পাথিরানার কোনো বদলির নাম ঘোষণা করেনি শ্রীলংকা।

এদিকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরছেন লংকান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহারের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন এই স্পিনার। নিষেধাজ্ঞা শেষ করে তৃতীয় টি–টোয়েন্টিতে মাঠে নামবেন তিনি।

Back to top button