অধিনায়ক হিসেবে যে নজির গড়লেন নাজমুল হোসেন শান্ত

বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে একটি মাইলফলক স্পর্শ করলেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় শান্তর অবিশ্বাস্য ব্যাটিংয়ে দাপুটে জয় পায় বাংলাদেশ।

২৫৬ রানের টার্গেট তাড়ায় ৩২ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় পায় টাইগাররা। দলের জয়ে ১২৯ বলে ১৩টি চার আর দুটি ছক্কার সাহায্যে ক্যারিয়ার সেরা ১২২* রানের অনবদ্য ইনিংস খেলেন শান্ত।

সাকিব আল হাসান (৩), মোহাম্মদ আশরাফুল (১), মুশফিকুর রহিম (১) ও তামিম ইকবালের (১) পর পঞ্চম বাংলাদেশি অধিনায়ক হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকালেন শান্ত।

ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রান। এর আগে ২০১৪ সালে ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১১৭ রানের ইনিংস খেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

মুশফিকের সেই রেকর্ড আজ ছাড়িয়ে গেছেন শান্ত। আজ বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৫৫ রানে অলআউট হয় শ্রীলংকা।

দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন জানিত লিয়ানাগে। এছাড়া ৫৯ রান করেন লংকান অধিনায়ক কুশাল মেন্ডিস। বাংলাদেশ দলের হয়ে ৩টি করে উইকেট নেন তানজিদ হাসান তামিম ও তাসকিন আহমেদ।

Back to top button