দিনাজপুরে পাঁচ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু
প্রশাসনের আশ্বা'সে মোটর পরিবহন শ্রমিকরা ধর্মঘট প্র'ত্যাহার করায় পাঁচ ঘণ্টা পর দিনাজপুর থেকে সব রুটে যানবাহন চলাচল শুরু হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ২টা থেকে যান চলাচল স্বাভা'বিক হয়।





এর আগে শুক্রবার (২৯ জানুয়ারি) পু'লিশের গাড়ি সাইড দিতে দেরি হওয়ায় চালককে পি'টিয়ে আ'হত করে পু'লিশ। এর প্রতিবাদে সকাল ৯টা থেকে জে'লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় জে'লা মোটর পরিবহন শ্রমিকরা। তারা রাস্তায় 'বিক্ষো'ভ করেন।
শ্রমিকদের অ'ভিযোগ, শুক্রবার সন্ধ্যায় নুসরাত পরিবহনের একটি বাস রিজার্ভ যাত্রী নিয়ে বিনোদন কেন্দ্র ভিন্নজগতের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চিরিরবন্দর উপজে'লার চাম্পাতলী এলাকায় পু'লিশের পিকআপ ভ্যান সাইড দিতে দেরি হওয়ায় পু'লিশ নুসরাত পরিবহনের চালক হযরত আলীকে লাঠিপে'টা করে। এতে ওই চালক গু'রুতর আ'হত হন।





শনিবার সকালে বি'ষয়টি টার্মিনালসহ বাস শ্রমিক সংগঠনগু'লোর মাঝে ছড়িয়ে পড়লে শ্রমিকরা টার্মিনাল এলাকায় মহাসড়ক অবরোধ করে 'বিক্ষো'ভ শুরু করেন। এসময় দিনাজপুর কোতোয়ালি থা'না পু'লিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চে'ষ্টা করে এবং অবরোধ তুলে নেয়ার অনুরোধ করে। পরে শ্রমিকদের সঙ্গে পু'লিশ আলোচনায় বসবে এমন আশ্বা'সে অবরোধ প্র'ত্যাহার করে এবং দুপুর ২টা থেকে পুনরায় সব রুটে যানচলাচল স্বাভা'বিক হয়।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক বলেন, আলোচনার মাধ্যমে চালককে মা'রধরের বি'ষয়টি সমাধান হবে এবং সন্ধ্যা ৭টায় বি'ষয়টি নিয়ে দিনাজপুর কোতোয়ালি থা'নায় মিটিং হবে বলে পু'লিশ জানিয়েছে। এ আশ্বা'সে পুনরায় যানচলাচল শুরু করা হয়েছে।





কোতোয়ালি থা'নার পরিদর্শক (ত'দন্ত) আসাদুজ্জামান আসাদ বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে যানচলাচল স্বাভা'বিক করা হয়েছে। দুপুর ২টা থেকেই যানচলাচল স্বাভা'বিক হয়।