নিখোঁজের ১ মাস পর চট্টগ্রামে জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার
নিখোঁজের ১ মাস পর চট্টগ্রামের লো'হাগাড়ায় জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের মর'দে'হ উ'দ্ধার করেছে পু'লিশ। শুক্রবার মধ্যরাতে দরবেশহাট সওদাগর পাড়ায় তার নিজস্ব খামা'রে মাটিচা’পা অবস্থায় লা'শ উ'দ্ধার করা হয়।





গেল বছরের ৩০ ডিসেম্বর নিজ খামা'র থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন আনোয়ার।





পু'লিশ জানায়, নিখোঁজের পর একটি অ’পহরণ মাম'লা করেন তার স্ত্রী। ওই মাম'লায় ত'দন্ত করতে গিয়ে আনোয়ার হোসেনের দুই কর্মচারী আসিফ ও আনছারকে আট'ক করে পু'লিশ। এর মধ্যে আনছার মিয়ানমা'রের নাগরিক। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মাটির নিচ থেকে জাতীয় পার্টির এই নেতার মর'দে'হ উ'দ্ধার করে পু'লিশ।
Facebook Comments