নামাজ পড়তে এসে মসজিদেই মারা গেলেন বৃদ্ধ
বগু'ড়ার শহরের উপশহর এলাকার ম’সজিদে নামাজ পড়তে এসে অ’জ্ঞা’ত (৬৭) এক বৃ'দ্ধের মৃ'’ত্যু হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) আছর নামাজের সময় শহরের উপশহর এলাকার বক্ষব্যাধি হাসপাতাল ম’সজিদে ওই ঘটনা ঘটে।










স্থানীয় মু’সল্লিরা জানান, বিকেলে আছরের নামাজের সময় ওই ব্যক্তিটি ম’সজিদে আসে। এরপরে তিনি ওযু করে এসে সবাইকে জানায় তার শরীর দূ’র্বল লাগছে। তখন স্থানীয় মু’সল্লিরা তাকে ম’সজিদে বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে নামাজে যায়। নামাজ শেষে এসে ডা’কাডাকি করলে কোন সারা না পেলে বুঝতে পারে তার মৃ'’ত্যু ঘটেছে৷
স্থানীয়রা আরও জানায়, তিনি এই এলাকার কেউ নন। তার কাছে থাকা ব্যাগ থেকে বোঝা যায় তিনি ভি’ক্ষাবৃ’ত্তি করতেন। বগু'ড়া উপশহর পুলিশ ফাঁ'ড়ির ইনচার্জ ইন্সপেক্টর নান্নু খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আম’রা দ্রুত ঘটনাস্থলে যাই।





আমা'দের কাছে মনে হয়েছে বয়স বেশী হওয়ায় শারীরিক কোন অ’সুস্থতা থেকে হয়তো তার স্বাভাবিক মৃ'’ত্যু হয়েছে। এছাড়া স্থানীয় কেউ তাকে দেখে পরিচয় শনা’ক্ত করতে পারেনি।
তিনি আরও জানান, লা’শ উ’'দ্ধার করে শজিমেক হাসপাতাল ম’র্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে লা’শের শরীরে কোন আ’ঘা’তের চিহ্ন দেখা যায়নি।




