কাদের স্যার কথাটা ঠিক সেভাবে বলেননি: মাহিয়া মাহি

আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়েছেন ঢাকাই সিনেমার তারকা অভিনেত্রী মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনলেও দলের সায় পাননি। তবে ভোটের মাঠে নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমানের প্রচারণায় সরব ছিলেন তিনি।

গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের কাজের আপডেট জানাতে আওয়ামী লীগের ধানমন্ডি অফিসে গিয়েছিলেন মাহি।

সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষৎ করে দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার আগ্রহের কথা জানান নায়িকা।

এ প্রসঙ্গে মাহি একটি গণমাধ্যমকে জানান, ‘আমি সংগঠনে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছি। সেখানে অনেকেই ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, আমি যেহেতু সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, তাই আমাকে সংস্কৃতি উপকমিটিতে রাখা যায় কিনা। এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের স্যার বলেছেন, বিষয়টি তারা দেখবেন।’

ওবায়দুল কাদের মাহিকে সংস্কৃতি উপকমিটিতে রাখার নির্দেশ দিয়েছেন, এমন খবরের প্রসঙ্গে নায়িকার ভাষ্য, ‘ওবায়দুল কাদের স্যার কথাটা ঠিক সেভাবে বলেননি। আমি যেহেতু সংগঠনের সঙ্গে থাকতে চেয়েছি, কাজ করতে চেয়েছি- সেই প্রেক্ষিতে তিনি বিষয়টি দেখবেন বলেছেন। নির্ধারিতভাবে কিছু বলেননি। এটা আলোচনা, ডিসিশন না।’

Back to top button