আমারও তো পরিবার আছে; তারা কষ্ট পায়, তাদেরও খারাপ লাগে: শান্ত
বিপিএলে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত। সবসময় ট্রলের শিকার হওয়া শান্ত কিছুদিন আগেও হতাশাব্যক্ত করেছিলেন এ বিষয়ে।
এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়া ট্রল এবং সমালোচনা নিয়ে কথা বলেছেন সিলেট স্ট্রাইকার্সের এই ব্যাটার।
চলতি আসরে ব্যাট হাতে রান পাচ্ছেন শান্ত। তবুও সমালোচকদের সমালোচনা বন্ধ হবে কিনা সেটি জানেন না তিনি। ভক্তদের সমালোচনা কিংবা ট্রল নিয়ে বেশি চিন্তাও করতে চান না এই বাঁহাতি ব্যাটার।
শান্ত বলেন, ‘পরিবর্তন হবে কি না তা বলতে পারব না। এটা যার যার চিন্তা-ভাবনা থেকে বলে। এটা আসলে আমি নিয়ন্ত্রণ করতে পারব না। পরিবর্তন হবে কি হবে না, এটা নিয়ে আমি চিন্তিতও না। যদি হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় আমার কিছু করার নাই।’
ট্রল সহ্য করাটা শান্তর জন্য যতটা কঠিন এর চেয়ে বেশি কঠিন তার পরিবারের জন্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ট্রোল আমার জন্য যতটা না কঠিন তার চেয়ে বেশি কঠিন আমার পরিবারের জন্য। আমারও তো পরিবার আছে। আমি যেভাবে বুঝি আমার পরিবার তো সেভাবে বোঝে না। তারা কষ্ট পায়, তাদেরও খারাপ লাগে, কারণ তারা বাইরে যায়।’
সমালোচকরা আরেকটু ‘ডিসেন্ট ওয়েতে’ সমালোচনা করতে পারতো বলেও মনে করেন শান্ত। তিনি বলেন, ‘অনেকেই না জেনে না বুঝে কথা বলে ফেলে, টিমের প্ল্যান বা আমার নিজস্ব প্ল্যান এবং আমি কতটা পরিশ্রম করি, সেটা তো অনেকেই জানে না। আমি এটা বলছি না যে আমাকে নিয়ে সমালোচনা করা যাবে না। আমি খারাপ খেললে অবশ্যই সমালোচনা হবে। তবে আরেকটু ডিসেন্ট ওয়েতে হতে পারত। যেটা আমার ফ্যামিলির জন্য ভালো হতো।’