মুশফিকের ছেলে এখন পুলিশ অফিসার!

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে মাঠের লড়াই চলছে। যেখানে চট্টগ্রাম পর্বের খেলা শেষে সব দল এখন ঢাকায় অবস্থান করছে।

অন্য সব ক্রিকেটারদের মতো ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও।

এবার তিনি মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন। ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ মুশফিক। বিয়ের প্রায় সাড়ে তিন বছর পর ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি তাদের ঘর আলো করে আসে ফুটফুটে ফুটফুটে সন্তান মায়ান।

সেই মুশফিকের একমাত্র পুত্র শাহরুজ রহিম মায়ান এখন পুলিশ অফিসার! কথাটি শুনতে অবাক লাগলেও ছেলে মায়ানের এমনই একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেইজে পোস্ট করেন বাবা মুশফিকুর রহিম।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে শেয়ারকৃত সেই ছবিতে দেখা যায়, পুলিশের ড্রেস পরে হাতে ও ওয়াকিটকি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট মায়ান। ক্যাপশনে মুশফিক লেখেন, সবাইকে আসসালামু আলাইকুম। শহরের নতুন পুলিশ অফিসার।

এবারের বিপিএলে চট্টগ্রাম পর্ব শেষে ছয় ম্যাচে পাঁচ জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। আগামীকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) সাকিবের ফরচুর বরিশালের মুখোমুখি হবে মুশফিক-মাশরাফিরা।

এদিকে ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবসর নেওয়ার কারণে টি-টোয়েন্টি দলের চুক্তিতে জায়গা হয়নি মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই তারকা। তবে টেস্ট ও ওয়ানডে দলের চুক্তিতে রয়েছেন মুশফিক।

Back to top button