এভাবে আর কতদিন চুপ থাকব আমি: মেহজাবীন
ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের শুরু থেকে ব্যক্তিজীবন নিয়ে বেশ চুপচাপ তিনি। তবে ফেসবুকে তার এক রহস্যজনক স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে আলোচনা।
শনিবার (২১ জানুয়ারি) মেহজাবীন লিখেছেন, ‘এভাবে আর কতদিন চুপ থাকব আমি?’
তার সেই স্ট্যাটাসে নেটিজেনদের প্রশ্ন, কী হয়েছে মেহজাবীনের? কেন চুপ থাকছেন তিনি? কী বলতে চান অভিনেত্রী? তিনি আসলে কীসের ইঙ্গিত দিচ্ছেন? ব্যক্তিজীবন নিয়ে সমস্যায় নেই তো তিনি? তবে কেউ কেউ আমার নতুন কাজের ইঙ্গিতও ভাবছেন। যদিও কারও প্রশ্নেরই জবাব দেননি মেহজাবীন। সময়ই জানিয়ে দেবে, তার সেই স্ট্যাটাসের রহস্য।
প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ছোট পর্দাতেই কাজ করছেন মেহজাবীন চৌধুরী। বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। গত কয়েক বছর ধরে বাংলা নাটকে অভিনেত্রী হিসেবে শীর্ষ জনপ্রিয়তায় রয়েছেন মেহজাবীন।