ইকবাল ভাই ভুলে গেছে যে অনন্ত ভাই রোজা থাকে: বর্ষা
নিজের জন্মদিনে ‘রোজা রেখে কেক কেটে সেই কেক খেয়ে’ ট্রল হয়েছেন অনন্ত জলিল। সোমবার সকালে এমন ঘটনার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় হয়। রোজা রেখে অনন্তর কেক খাওয়া সেই ভিডিও দেখে তার স্ত্রী বর্ষা নিজেও মজা পেয়েছেন বলে জানিয়েছেন।
জন্মদিনে স্বামী অনন্ত জলিলকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন বর্ষা। সেখানে তিনি লিখেছেন, ‘আসলে অনন্ত ভুল করছে। সারা মাস রোজা রেখে আজকে কী হইলো? যাইহোক আমি নিজেও মজা পেয়েছি ভিডিওটি দেখে।’
কেক খাওয়ার সময় অনন্তর পাশে তার ‘কিল হিম’ ছবির পরিচালক ইকবাল ছিলেন। তিনি অনন্ত জলিলকে কেক খাইয়ে দেন। বর্ষা তার পোস্টে লেখেন, ‘ইকবাল ভাই নিজেও ভুলে গেছে যে অনন্ত ভাই রোজা থাকে এবং আজকেও আছে। ইকবাল ভাই আপনি কেন কেক খাইয়ে দিলেন?’
সোমবার (১৭ এপ্রিল) অনন্ত জলিলের জন্মদিন। বিশেষ এ দিনে তিনি তার অনুসারীদের ডেকেছিলেন রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার ইকবাল রোডের বাসায়। সেখানে ভুলে কেক খেয়ে ফেলেন অনন্ত জলিল। যদিও সঙ্গে সঙ্গে অনন্ত দাবি করেন, তিনি রোজা আছেন। ভুল করে কেক খেয়ে ফেলেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে!