ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলেও আমার চরিত্রে দাগ পাবেন না: অনন্ত জলিল
আলোচিত, সমালোচিত অনন্ত জলিল- অনেকেই এরকম লিখেন। ‘সমালোচিত’ কেন লিখেন, কোথায় আমার সমালোচনা- এটা আমি নিজেও জানি না। কারণ অনন্ত জলিল এমন কোনো কাজই করে না, যেটা নিয়ে সমালোচনা হবে। আমি মানুষের উপকার করে বেড়াই।” ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা সিনেমা ‘কিল হিম’ এর টিজার অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে এভাবেই বললেন চিত্রনায়ক অনন্ত জলিল।
আসন্ন ঈদে যেসব ছবি মুক্তি পাবে, সবগুলো নিয়েই ইতিবাচক খবর প্রকাশের অনুরোধ করেন এই নায়ক। সংবাদ সম্মেলনে নিজের সততার কথাও শোনান অনন্ত জলিল। তিনি বলেন, ‘আমি দুইশো লোক দিয়ে ভাড়া বিল্ডিংয়ে কাজ শুরু করেছি। আমার সততার কারণে আজকে আমার ৬৪ বিঘার ফ্যাক্টরিতে ১২ হাজার লোক কাজ করে। এটা আমার সততা। এটা না থাকলে আমি ধ্বংস হয়ে যেতাম।’
এদিকে ‘সিনেমার লোকরা তো ভালো হয় না’- জনমনে এরকম একটা ধারণা আছে। অনন্ত যখন সিনেমায় পা রাখেন, তখন তার নিজের পরিবার থেকেও এ কারণেই বাধা এসেছিলো। কিন্তু অনন্ত বলেছিলেন, সবকিছু নিজের উপর নির্ভর করে। ২০০৮ সাল থেকে সিনেমায়, প্রায় ১৫ বছর হয়ে যাচ্ছে। অনন্তর ভাষ্য, এতোদিন ধরে সিনেমায় থাকলেও কখনই নিজের চরিত্রে দাগ পড়তে দেননি।
অনন্ত বলেন, ‘ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলেও আমার চরিত্রে দাগ পাবেন না। আমি কোনো অন্যায় করেছি এটা পাবেন না। আমি মালয়েশিয়া থেকে হিরোইন নিয়ে আসছি, সোনারগাঁও হোটেলে তাকে রেখেছি। কিন্তু আমি ওই এলাকাতেই যাইনি। তখনই বর্ষার সাথে আমার প্রেম ছিলো।’
তিনি বলেন, ‘বর্ষাকে নিয়েই আমি বাসা থেকে বের হতাম, আবার একসঙ্গেই আমার শুটিং শেষে বাসায় ফিরতাম। ওই এলাকাতেই ঢুকি নাই আমি। কারণ এগুলো ভালো কাজ না। একজন শিল্পী তার শিল্প দিতে আসবে, আমরা কেন তাকে খারাপ প্রস্তাব দিবো। এগুলো আমি সিনেমায় আসার শুরু থেকেই ঘৃণা করি। কোনো খারাপ জিনিস বেশিদিন টিকসই না।’