১০ মিনিট রোদে থাকলেই চেহারা ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে: শামীম
এ সময়ের জনপ্রিয় একজন অভিনেতা শামীম হাসান সরকার। পর্দায় যার উপস্থিতি দর্শকরা সানন্দে গ্রহণ করেন। এ প্রজন্মের মেধাবী প্রায় সব নির্মাতার সঙ্গে কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয় এই অভিনেতা।
যেকোনো পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তারই প্রেক্ষিতে গতকাল বুধবার ১২ এপ্রিল একটি পোস্ট করেন তিনি। তিনি লেখেন, ‘কি অদ্ভুত ওয়েদার! ১০ মিনিট রোদে বের হলেই, চেহারা ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে!’
স্ট্যাটসটি দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ব্যাপক উৎসাহ নিয়ে তার এই পোস্টে রিয়েক্ট করতে থাকেন। অনেকে অনেক রকম দুষ্টামিও করেছেন। আলামিন নামের এক ভক্ত লিখেছেন, ভাইয়া ভুলেও এ সময় গার্লফ্রেন্ড এর সামনে যাইয়েন না..গেলেই সব শেষ।
এদিকে আরাফাত লিখেছেন, আইডি কার্ডের থেকেও খারাপ অবস্থা হয়ে যায় ভাই। ইতোমধ্যে পোস্টে ১৩ হাজারের বেশি লাইক পড়েছে। শেয়ার হয়েছে ১৩ শ এর বেশি।