অসুস্থ ছেলেকে নিয়ে সিঙ্গাপুর গেলেন তামিম

এবার সিঙ্গাপুরে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ছেলে আরহাম ইকবাল খানের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন তিনি। ঢাকায় হাসপাতালে ভর্তি করা হলেও পুরোপুরি সুস্থ হচ্ছিল না আরহাম। মূলত, উন্নত চিকিৎসার জন্যই তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।
তামিম

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শুরুর আগের দিন ছেলে অসুস্থ হলেও ম্যাচ খেলায় বিরতি পড়েনি। জাতীয় দলের খেলা শেষে ক্রিকেট থেকেই দূরে ছিলেন বাঁহাতি এ ওপেনার। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কোনো ম্যাচ খেলেননি তিনি।

এদিকে চলতি ডিপিএলে আর মাঠে নামা হবে না তামিমের। ছেলের শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে জাতীয় দলের হয়ে খেলার বিষয়টি। যদিও আয়ারল্যান্ড সফরের প্রস্তুতির জন্য হাতে এখনও পর্যাপ্ত সময় রয়েছে।

Back to top button