সালমানের সঙ্গে জুহির বিয়ে না হওয়ার কারণ
ক্যারিয়ারের শুরুতে বলিউড অভিনেত্রী জুহি চাওলাকে মনে ধরেছিল সালমান খানের। প্রেমের প্রস্তাব নয়,একেবারে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হন জুহির বাসায়। কিন্তু নায়িকার বাবা তা মেনে নেননি।
গত মাসে পুরোনো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল হয়। যেখানে ভাইজানকে (সালমান খান) বলতে শোনা যায়, তিনি জুহির বাবার কাছে গিয়ে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
৯০ দশকের ওই সাক্ষাৎকার ভিডিওতে সালমান জানান, তাকে মুখের ওপরই না বলে দেন জুহির বাবা। জবাবে সালমান খান বলেন ‘রিলে ফিট করেনি তাই।’
সালমানের সেই বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে জুহি হেসে জবাব দেন, সেই সময় আমি সবে ক্যারিয়ার শুরু করেছি এবং তখনও সালমান, দ্য সালমান খান হননি। সেই সময় একটা সিনেমা আমার হাতে এসেছিল। তিনিই ছিলেন প্রধান অভিনেতা। সেই সময় আমি কাউকেই চিনতাম না ইন্ডাস্ট্রিতে,আমির খানকেও নয়। কিন্তু কোনো কারণে সিনেমাটা করা সম্ভব হয়নি আমার।
এক সাক্ষাৎকারে জুহি আরও বলেন, কিন্তু আজও পর্যন্ত দেখা হলে সালমান খানের সঙ্গে দেখা হলে বলেন ‘তুমি তো আমার সঙ্গে সিনেমাটা করোনি।’ আমরা খুব কমই একসঙ্গে সিনেমা করেছি। তবে অনেক শো করেছি। স্টেজ শো। ‘দিওয়ানা মাস্তানা’ ছবিতে ওর ক্যামিও ছিল।
পুরোনো ভিডিওতে সালমান জুহিকে ‘খুব মিষ্টি, আদুরে মেয়ে’ বলে আখ্যা দিয়েছেন। সঙ্গে যোগ করেছেন, আমি তো ওর বাবাকে জিজ্ঞেসও করেছিলাম, তিনি আমার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন কি না? কিন্তু ওনার জবাব ছিল,না।