রাখিকে চুম্বনের জের টানছেন ১৭ বছর, মুক্তি চান মিকা
প্রায় ১৭ বছর ধরে মামলা চলছে ভারতীয় গায়ক মিকা সিংহের বিরুদ্ধে। ২০০৬ সালে নিজের জন্মদিনের পার্টিতে জোর করে রাখি সাওয়ান্তের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন তিনি। সেই ঘটনায় রাখির দায়ের করা মামলা এবার নিষ্পত্তি চাইছেন গায়ক।
মিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (উত্ত্যক্ত করা) এবং ৩২৩ (স্বেচ্ছায় কাউকে আঘাত করা) ধারায় মামলা দায়ের করেন রাখি। দিন কয়েকের মধ্যেই সেই মামলায় জামিন পান মিকা। তবু প্রায় ১৭ বছর ধরে কোর্টে পড়ে রয়েছে এই মামলা।
সম্প্রতি বম্বে হাইকোর্টে হলফনামা দাখিল করে এই মামলার নিষ্পত্তি চেয়েছেন মিকা। গায়ক জানান, রাখিও সম্মতি জানিয়েছেন এই এফআইআর খারিজ করে নেওয়ার বিষয়ে। শুধু তা-ই নয়, নিজেদের মধ্যে সমস্যা মিটিয়েছেন তাঁরা।
সম্প্রতি এই মামলারই শুনানি ছিল। কিন্তু আদালতের নথিতে রাখির মামলা খারিজের হলফনামা না মেলায় পিছিয়ে যায় শুনানি। আগামী ১৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া