ম্যাচ হারলেও মুস্তাফিজকে অনেক বড় খেতাব দিয়ে যা বললেন অধিনায়ক ওয়ার্নার
প্রথম ৩ ম্যাচে দিল্লীর শুরুর একাদশে সুযোগ না পেলেও মঙ্গলবার নিজের সাবেক দল মুম্বাইয়ের বিপক্ষে সুযোগ পেলেন মুস্তাফিজ। যদিও শুরুটা হলো মুস্তাফিজের হার দিয়ে। ঘরের মাঠে মুম্বাইয়ের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে দিল্লি ক্যাপিটালস।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হলেও শেষটা ভাল হয়নি দিল্লির। প্রথমদিকে ওভারপ্রতি ৮-৯ এর কাছাকাছি রান তুললেও মাঝের দিকে নড়বড়ে ব্যাটিং হতাশ করেছে সমর্থকদের।
ডেভিড ওয়ার্নার এদিন ছিলেন খুবই ধীরগতির। ৪৩ বলে তুলেছেন ফিফটি।
দিল্লির ফিনিশিং একাই কুপোকাত করে জেসন বেহরেন্ডফ যখন তার ৩য় ওভারে এসে ৩টা উইকেটের নিলেন এবং ঐ ওভারে আরও একটা রান আউটের হয়ে উইকেট পড়ে ৪টা।
এতে করে মাত্র ১৬৫/৫ রান থেকে ১৭২ রানে গুটিয়ে যায় দিল্লীর ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও ঈশান কিশানের ওপেনিং জুটি থেকে আসে ৭১ রান। ২য় উইকেট জুটি থেকেও আসে আরও ৬৮ রান। এতেই পিছিয়ে যায় দিল্লি।
১৩৯ রানে ২য় উইকেট ও একই ওভারে আরও একটি উইকেট যখন পড়ে তখন পরের ওভারে বল হাতে এবারের আসরে নিজের প্রথম উইকেট তুলেন নেন মুস্তাফিজ। এদিন মুস্তাফিজের শিকার রোহিত শর্মা।
নাটিকীয়তা ঠাঁসা ম্যাচে মুম্বাইয়ের শেষ ওভারে দরকার ছিল মাত্র ৫ রান যদিও সেটা তুলতে পুরো ওভারই খেলা লাগে মুম্বাইয়ের। শেষ বলে যখন ২ রান দরকার তখন নকিয়ার বলটি মিডঅফে ঠেলে দিয়ে দ্রুতগতিতে ২ রান তুলে নিলে ৬ উইকেটে জয় পায় মুম্বাই।
মুস্তাফিজ ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে উইকেট পান একটি উইকেট। প্রথম ও শেষ ওভারে ২৮ রান দিলেও মাঝের দুই ওভারে কিপটে বোলিং ও রোহিত শর্মার উইকেট নিয়ে হারতে থাকা ম্যাচ ঘুরিয়ে দেন মুস্তাফিজ। তবে শেষ হাসিটা হাসতে পারলো না মুস্তাফিজের দিল্লী ক্যাপিটালস।
ম্যাচ শেষে নরকিয়া ও মুস্তাফিজের প্রসংশায় মাতলেন ডেভিড ওয়ার্নার। তিনি বললেন, “সবাই খুব ভাল করেছে আজ কিন্তু শেষটা ভুল ছিল। দুটি ভুল ছিল এবং এটাই খেলার নিয়ম। আমরা ম্যাচের গতি টা খুব ভাল মতই পরিবর্তন করেছিলাম। নরকিয়া এবং মুস্তাফিজ ওয়ার্ল্ড ক্লাস বোলার এবং তাদের কাছ থেকে এমনটাই আশা করেছিলাম।”