বঙ্গবাজারের জন্য কত লাখ টাকা সংগ্রহ ও কাদের মাঝে বিতরণ করলেন তাসরিফ

সংগীতশিল্পী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ছিলেন তাসরিফ। তবে তিনি ব্যাপক পরিচিতি পান ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করে। সেই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ওই সময় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন তিনি।

এবার আরও একটি মহৎ উদ্যোগ নিয়েছেন তরুণ এই সংগীতশিল্পী। রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় যেসব পরিবার নিঃস্ব হয়ে গেছে, সবার সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়াতে চান। এজন্য ফান্ড সংগ্রহও করেন তিনি। আর এপর্যন্ত ৩৯ লাখ ৩৮ হাজার টাকা সংগ্রহ করেছেন এবং প্রায় পুরো টাকা বিতরণও করেছেন। সোমবার রাতে ফেসবুক লাইভে তথ্য জানিয়েছেন তিনি।

কিন্তু এই টাকাগুলো কাদের মাঝে বিতরণ করলেন তাসরিফ? ফেসবুক লাইভের ক্যাপশনে সেই তথ্য জানিয়ে তিনি লেখেন, ‘এই বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের নিয়ে আমাদের দুইদিনের যাচাই বাছাই শেষে কিছু অজানা তথ্য আপনাদের জানাতে চাই। এই বিশাল মার্কেটে পুড়ে যাওয়া ৫টি ইউনিটে এমন কিছু মানুষের ক্ষতি হয়েছে, যারা বড় গলায় ক্ষতির কথা বলতে পারছেন না, তবে মনের কষ্ট লুকিয়ে তাদের দায়িত্ব ঠিকই পালন করে যাচ্ছেন।

‘সিকিউরিটি গার্ড, ইমাম, মুয়াজ্জিন ও ইলেকট্রিশিয়ানসহ মোট ৮৭জন মানুষের থাকার যায়গা ছিল এই মার্কেটের ভেতরেই। উনাদের দোকান না পুড়লেও থাকার ঘরে যা যা ছিল সব হারিয়েছে এই মানুষগুলো। বেশির ভাগ মানুষই সারাবছর অল্প অল্প করে জমানো টাকা, মোবাইল ফোনসহ হারিয়েছেন এই আগুনের তাণ্ডবে। আগুন লাগার সঙ্গে সঙ্গে যারা নিজের স্বার্থ ভুলে অন্যের মালামাল বের করার জন্য গেইট খুলে দেয়া এবং লোকজনকে সচেতন করায় ব্যস্ত ছিলেন আমরা এইসব হিরোদের কিছু হলেও সহায়তা পৌঁছে দিতে এসেছি। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে দেশবাসী থেকে প্রাপ্ত নগদ অর্থ দিচ্ছি।’

মোট টাকা সংগ্রহ ও বিতরণের হিসেব তুলে ধরে তাসরিফ লেখেন, ‘আমাদের ফান্ডে মোট এসেছে– ৩৯ লাখ ৩৮ হাজার টাকা। প্রথম ধাপে ৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে এক লাখ করে মোট ৫ লাখ টাকা দিয়েছিলাম। দ্বিতীয় ধাপে ১০ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে এক লাখ করে মোট ১০ লাখ টাকা বুঝিয়ে দিয়েছিলাম।

‘আজ তৃতীয় ধাপে ২৮ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে দোকান প্রতি ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ টাকা এবং মার্কেটের ভেতর বসবাসরত সিকিউরিটি গার্ড, ইমাম-মুয়াজ্জিন এবং ইলেকট্রিশিয়ান মোট ৮৭ জনকে ১১ হাজার করে মোট ৯ লাখ ৫৭ হাজার টাকা বুঝিয়ে দিচ্ছি।’

এই ফান্ডে নতুন করে টাকা না পাঠানোর কথা জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমাদের আর কেউ এই প্রজেক্ট নিয়ে টাকা পাঠাবেন না। সব যায়গা থেকে নাম্বার সরিয়ে নেয়া হলো। তাও যদি সামান্য টাকাও চলে আসে তবে তা আমরা যাচাই বাছাই করে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের বুঝিয়ে দেব ইনশাল্লাহ।’

এর আগে ৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে এক ফেসবুকে লাইভে এসে তাসরিফ জানান, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব পরিবার একদমই নিঃস্ব হয়ে গেছেন, তাদের একটা তালিকা করে যতটুকু পারা যায় সাহায্য করবেন। এ জন্য সবার সহযোগিতা দরকার।

Back to top button