‘জ্বীন’ সিনেমা একা দেখতে পারলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সজল-পুজা-রোশানের সিনেমা ‘জ্বীন’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমাটি একা দেখতে পারলেই- এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

ভৌতিক আবহে তৈরি এই সিনেমাটি এরইমধ্যে নেটিজেনদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। ছবিটির পোস্টার দেখে অনেকেই মনে করছেন ভীতিকর কিছু আছে এতে।

শনিবার (৮ এপ্রিল) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে ঘোষণার বার্তাটি দেওয়া হয়েছে। পুরস্কারটি পেতে হলে মানতে হবে কিছু শর্ত।

যেমন: একটি প্রেক্ষাগৃহে সম্পূর্ণ একা বসে পুরো ছবিটি দেখতে হবে; যদি পুরোটা না দেখতে পারেন, তাহলে হল ও অ্যাম্বুলেন্সের (যেটি দুর্ঘটনার আশঙ্কায় জরুরি প্রয়োজনে রাখা হবে) ভাড়া দিতে হবে।

বিষয়টি নিয়ে জাজ-কর্তা আব্দুল আজিজ বলেছেন, ‘আজ (৮ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। ছাত্রদের সঙ্গে আলোচনা হলো। সেখানে সব ছাত্রের উদ্দেশে ঘোষণা দেওয়া হয়, কেউ একা একটি হলে বসে ‘জ্বীন’ সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে তাকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ রাজি হয়নি।’

এবার সেই ঘোষণাটি সব দর্শকের উদ্দেশে দিলো জাজ। সঙ্গে স্পষ্ট সতর্কতা- ‘ভয়ের কারণে কোনও দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কর্তৃপক্ষ দায়ী নয়।’

জাজের এমন চ্যালেঞ্জে মন্তব্যের ঘরে অনেকেই অনেক কিছু লিখেছেন। অনেকেই সিনেমাটি একা দেখার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। সিনিয়র সাংবাদিক সুদীপ্ত সাঈদ খান লিখেন, আমি দেখব পরবর্তী প্রক্রিয়া জানান প্লিজ।

জাহিদ হাসান নামের এক নেটিজেন লিখেছেন, সারাজীবন এতো হরর সিনেমা দেখলাম। আর এরা কি বা বানাইসে যে একা দেখা যাবে না। আমি রাজি আছি ভাই। কিভাবে কি জানাইয়েন।

বাপ্পাদিত্য বসু লিখেছেন, আমি রা‌জি। চ‌্যা‌লেঞ্জ নিলাম। যোগা‌যোগ ক‌রেন আমার সা‌থে।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে এমন ঘোষণা দেয়া হলেও যারা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তাদের পরবর্তী প্রক্রিয়া জানায়নি কর্তৃপক্ষ।

নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’-এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। ছবির পোস্টার কিংবা টিজারে তাকেই দেখা গেছে ভৌতিক রূপে। তার সঙ্গে ছবিতে আছেন আব্দুন নূর সজল ও জিয়াউল রোশান।

Back to top button