ছেলের ভবিষ্যতের জন্য নিজের অনেক অভ্যাস ত্যাগ করেছেন পরীমণি
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বৈবাহিক জীবনে গত বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। ক্যারিয়ারের বাইরে সংসার জীবনে এখন সন্তানের প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হয়। একমাত্র সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য অনেক অভ্যাস থেকে এখন সরিয়ে রাখছেন নিজেকে।
আধুনিক এই সময়ে প্রায় সব সন্তানরা মোবাইল ফোনের প্রতি আসক্ত। তবে অভিভাবকদের সচেতনতায় এই আসক্তি থেকে কাটিয়ে উঠা সম্ভব। তাইতো নিজের সন্তানের যেন মোবাইল ফোনের প্রতি দৃষ্টি না আসে, সে জন্য আধুনিক এই ডিভাইস থেকে দূরত্ব থাকেন পরীমণি।
সোমবার (১০ এপ্রিল) সোশ্যাল মিডিয়া ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে এ কথা নিজেই জানিয়েছেন পরীমণি। সেখানে প্রথমেই বলেন, ‘আমি আমার সঙ্গে বা বেড রুমে আমার মোবাইল ফোন রাখি না এখন। কারণ, রাজ্য মোবাইল ফোন নোটিস করে নানা কারণেই।’
‘এটাতে ওর আগ্রহ বাড়ে এমন সব খুব সচেতনভাবেই এড়িয়ে যেতে হচ্ছে। কারো সঙ্গে কথা বলার সময় ছাড়া আমি মোবাইল ফোন রাজ্যের সামনে আনি না বললেই চলে। তাই হয়তো সব সময় সব ফোন কল এটেন্ড করতে পারি না যখন-তখন।’
তবে ক্যারিয়ার ও অন্যান্য ক্ষেত্রে তারকাদের প্রয়োজন হয়ে থাকে। এ ক্ষেত্রে কীভাবে এ নায়িকার সঙ্গে যোগাযোগ করা যাবে সে কথাও জানিয়েছেন তিনি। লেখেন, ‘আপনাদের দরকারে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার। আশা করব বিষয়টি অবশ্যই আপনারা কেয়ার করবেন। থ্যাংক ইউ।’