অনন্ত ভাই রুচিশীল মানুষ: মিশা সওদাগর
ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল অভিনেতা মিশা সওদাগর। ঈদ মানেই মিশা সওদাগরের দাপট। আসছে ঈদেও তার অভিনীত চারটি সিনেমা মুক্তি পাচ্ছে।
এদিকে শেষ মুহূর্তে ঈদের ‘কিল হিম’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এফডিসিতে সিনেমার একটি আইটেম গানের শুটিংয়ে অংশ নেন মিশা সওদাগর।
এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘কিল হিম’ সিনেমাটির লোকেশন, অ্যারেঞ্জমেন্ট কোনও কিছুতে কমতি রাখেননি। ইকবাল মামা ও অনন্ত ভাই রুচিশীল মানুষ। সবমিলে ভালো কিছুর চেষ্টা বলতে পারি।
‘কিল হিম’ সিনেমার মাধ্যমে প্রথমবার অন্য কারও প্রযোজনায় অভিনয় করেছেন অনন্ত জলিল। এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন একসময়ের জনপ্রিয় নায়ক রুবেল।
এবারের ঈদে তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’, মো. ইকবালের ‘কিল হিম’, সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’ ও সুমন ধর নির্মিত ‘শত্রু’ শিরোনামের সিনেমাগুলো মুক্তির কথা রয়েছে।