নুসরাত ফারিয়া গরীবের নোরা ফাতেহি!
অভিনয়ে যতটা না দক্ষ তারচেয়ে বেশি ফ্যাশন সচেতন নুসরাত ফারিয়া। বিশেষ করে তিনি সাধারণত পোশাকের ক্ষেত্রে বলিউডকে অনুসরণ করেন। এর মাধ্যমে নিজেকে বলিউডি ভাবধারায় জাহির করতে চান অনুরাগীদের কাছে। যদিও এতে করে নেট-দুনিয়ায় ট্রলের শিকার হন এ নায়িকা। দিনকে দিন তিনি ট্রলের সমার্থক হয়ে উঠছেন।
এই যেমন ফারিয়া তার প্রকাশিতব্য ‘বুঝি না তো তাই’ গানের মিউজিক ভিডিওর একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। খোলামেলা পোশাকেই দেখা যাচ্ছে তাকে, যেমনটা বলিউডের নায়িকাদের দেখা যায়।
ফারিয়ার এই ছবির নিচে নেটিজেনরা নানারকম ব্যাঙ্গাত্মক কথা লিখছেন। বেশিরভাগের মতে, তিনি নোরা ফাতেহিকে নকল করেছেন। তেমন একজন লিখেছেন, নুসরাত ফারিয়া গরীবের নোরা ফাতেহি।
কেউ কেউ তো তাকে উরফি জাভেদের সঙ্গে তুলনা করছেন। আবার সানিলিওন বলতেও দ্বিধা করছেন না। এ রকম অনেক নেকিবাচক মন্তব্যে ভরে গেছে মন্তব্যের ঘর।
তা ছাড়া পবিত্র রমজান মাসে এমন খোলামেলা পোশাকের ছবি প্রকাশ করায় ক্ষুব্ধ হয়েছেন। তাদের মতে, রোজার মাসটা অন্তত তিনি শালীন থাকতে পারতেন।