মারা গেলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের শাশুড়ি
দেশের জনপ্রিয় অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের মা আনোয়ারা বেগম (৭৫) আর নেই।
গতকাল রবিবার সকাল ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আনোয়ারা বেগম।
চিকিৎসাধীন অবস্থায় মস্তিস্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে মৃত্যু হয় তার। এদিকে আনোয়ারা বেগম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের শাশুড়ি ছিলেন। মোশাররফ করিম ও জুঁইয়ের ঘনিষ্ঠজন ও পারিবারিক সদস্য জনি মিঁয়া খবরটি নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার রাত ৮টার দিকে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার ভাটারা গ্রামে খান বাড়িতে আনোয়ারা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়। সেখানে মোশাররফ করিম ও জুঁই দুজনেই উপস্থিত ছিলেন।