বুঝতে পারিনি এই সিনেমা করতে গিয়ে সন্তানের মা হয়ে যাব: পরীমণি
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। আসন্ন মা দিবসকে ঘিরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত চলচ্চিত্র ‘মা’। ছোটপর্দার পরিচালক অরণ্য আনোয়ারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি।
জানা গেছে, ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সি এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প উঠে আসবে এখানে। যদিও মা দিবস ১৪ মে, তবে মুক্তি পাবে বিশ্ব মা দিবস কেন্দ্র করেই। সম্ভাব্য মুক্তির তারিখ ১৯ মে।
তিন দশকের ক্যারিয়ারে ‘আমাদের নুরুল হুদা’র মতো বহু জনপ্রিয় ধারাবাহিক ও একক নাটক নির্মাণ করেছেন নির্মাতা অরণ্য আনোয়ার।
সম্প্রতি ‘মা’ সিনেমার পোস্টার উন্মোচন করেছেন পরীমণি। এই সিনেমার সঙ্গে অনেক আবেগ জড়িয়ে রয়েছে তার। কারণ, সে সময় তিনি নিজেও চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
তবে সিনেমাটি যখন সাইন করেছিলেন, তখনও পরী বুঝতে পারেননি যে, এই সিনেমা করতে গিয়ে তিনিও একজন সন্তানের মা হয়ে যাবেন।
পোস্টার উন্মোচন অনুষ্ঠানে পরী বলেন, যখন সিনেমার শুটিং করি, তখন আমার প্রেগনেন্সি মাত্র শুরু হয়েছে। আমি তিন মাস পার করে চার মাসে পা রেখেছি। কিন্তু আমি যখন সিনেমায় মা হই, তখন আসলে আমি জানতাম না যে, আমার মধ্যে একটা বেবিকে লালন করছি আমি।
তিনি আরও বলেন, তখনও রাজের সঙ্গে ওইভাবে দেখা হয়নি আমার। জেল থেকে বেরিয়ে আমি দুটো সিনেমা সাইন করেছিলাম। আমি আর রাজ যে সিনেমা করেছিলাম ‘গুণিন’ এবং ‘মা’। আমাদের আগে শুটিং হয় গুণিনের, যে সিনেমার মাধ্যমে আসলে রাজ্যের বাবার সঙ্গে আমার পরিচয় হয়।
অভিনেত্রী বলেন, গুণিনের কিছুদিন পরেই আমরা আরেকটা সিনেমা করি, আর সেটা হচ্ছে ‘মা’। আমি কিন্ত সত্যি তখন জানতাম না যে, এই সিনেমাটা আসলে যখন করতে যাব, তখন আমিও একজন সন্তানের মা হয়ে যাব। কিন্তু এটা হয়ত প্রকৃতি চেয়েছে, ওপরওয়ালা চেয়েছেন, তাই হয়েছে। আর এটা একজন মায়ের জন্য অনেক বড় ব্যাপার।
আমি যখন সিনেমার শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াই, তখন হয়তো রাজ্য পৃথিবীতে আসেনি। কিন্তু আমি যখন কনসিভ, করি তখন থেকেই তো আমি মা। আমার মধ্যে তো তখন ওই ব্যাপারটা আসলে ছিল।
আর আমার এই সিনেমার পুরো জার্নিতে কিন্তু রাজ্য ছিল। আমি তাকে বলতে পারব যে, এই সিনেমার মধ্যে তুমিও কাজ করেছ। এখানে তোমার ভূমিকাও আছে। যদিও ওকে দেখা যায়নি, কিন্তু অদৃশ্যভাবেই ও আমার সঙ্গে ছিল।