রমজানে জিনিসপত্রের দাম বৃদ্ধিতে দোষ দেখেন না মিশা সওদাগর
প্রতিবছর পবিত্র রমজান মাসে প্রায় সব নিত্যপণেরই দাম বৃদ্ধি পেয়ে থাকে। সরকারের কঠোর চেষ্টা থাকার পরও অসাধু ব্যবসায়ীরা দ্রব্যের মূল্য বাড়িয়ে থাকেন। যা নিয়ে অধিকাংশ মানুষেরই অভিযোগের শেষ থাকে না।
রমজানে ইফতারে লেবু ও চিনির প্রয়োজন হয়। এবার লেবুর দাম বৃদ্ধি পেয়ে ৮০ থেকে ১০০ টাকা হালিতে পৌঁছেছে। ছোট লেবু পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৪০ টাকা হালিতে। আর খোলা চিনি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। ফলে নিম্নআয়ের মানুষের ইফতারের ন্যূনতম লেবু-চিনির শরবত পান করাও কষ্টসাধ্য।
এছাড়া ইফতারি তৈরির উপাদানে থাকা বেগুন, শসা, খেজুর, ছোলা-বুট, মুড়ি ইত্যাদির দামও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। পণ্যভেদে ২০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
বাজারে যখন নিত্যপণের দামের এই অবস্থা সেই সময় সোশ্যাল মিডিয়া ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে চিত্রনায়ক সাইমন সাদিক জানান, ‘টুপি আর হিজাবের দোকানে প্রচুর ভিড়। প্রথম ১০ দিনের জন্য দাম খুব চড়া।’
আর সেখানেই ঢাকাই চলচ্চিত্রের খলঅভিনেতা মিশা সওদাগর জানালেন, দেশে রমজানে পণ্যের মূল্যবৃদ্ধিতে কোনো দোষ দেখছেন না তিনি।
এ খলঅভিনেতা সাইমনের পোস্টে মন্তব্যের ঘরে লেখেন, ‘মানুষ যখন হজ করতে যায়, তখন ধনী দেশ সৌদি আরবেও প্রত্যেকটা জিনিসের দাম দুই-তিনগুণ বেড়ে যায়, এটা জানা উচিত। ঈদে সরকার বেতন এবং বোনাস দেয় ডাবল, ওটা নিয়ে কথা বলেন না কেন ভাই? শুধু রমজান এলে আমাদের দেশে দাম বাড়লেই দোষ?’