আমরা নারীরা নিজেদেরকে প্রমাণ করতে চাই: মেহজাবীন

‘সমতার পথে নারীর যাত্রা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়ে গেল আলোকিত নারী সম্মাননা স্মারক ২০২৩ প্রদান অনুষ্ঠান।

শুক্রবার (৩ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এর সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মেহের আফরোজ চুমকি, এম পি।

নারীর অগ্রগতি, নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও অসহায় নারীদের স্বাবলম্বী করার জন্য কাজ করা আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনয়ে সফল ব্যক্তিত্ব বিভাগে ‘আলোকিত নারী সম্মাননা ২০২৩’ স্মারক পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

এমন সম্মাননা পেয়ে আনন্দিত এ অভিনেত্রী বলেন, ‘এখন পর্যন্ত আমি যা কাজ করেছি সে কাজগুলোর উপর ভিত্তি করে একজন নারী হিসেবে মার্চ মাসে এমন সম্মান জানিয়েছে, সম্মাননা দিয়েছে এর জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞ। এই সম্মাননা অনুষ্ঠানে এসে নারী হিসেবে সেই সম্মানটুকু পেয়েছি। আমার কাছে অনেক ভালো লেগেছে।’

তিনি আরও বলেন, ‘একটা দিন নারীদেরকে উৎসর্গ করা হয়েছে। আমরা পৃথিবীতে এসেছি, সবাই সমান সমান। আমাদের সবারই কিছু না কিছু ভূমিকা আছে। একজন এগিয়ে যাবে কিংবা একজন পিছিয়ে যাবে। একজনকে পেছনে ঠেলে আমি অনেক দূর এগিয়ে যাবো, বিষয়টা এমন না। সবাইকে সাথে নিয়ে সমানভাবে আমাদের এগিয়ে যেতে হবে।’

নারী পুরুষ সমতা প্রসঙ্গে এ তারকা বলেন, ‘এখন পর্যন্ত এই সমতাটা নেই। তবে আমাদের দেশ, বিভিন্ন কর্মক্ষেত্র যদি ফলো করে থাকি তাহলে দেখবো, আমরা অনেকটুকু এগিয়ে এসেছি।

তবে হ্যাঁ, এখনও অনেক লম্বা একটা পথ রয়েছে যেখানে আমরা নিজেদের ট্যালেন্ট দেখিয়ে এবং নিজেকে প্রমাণ করে এগিয়ে যেতে হবে। কেউ কাউকে টেনে হয়তো সামনে নিয়ে যেতে পারে না এবং আমরা নারীরা তা চাইও না। আমরা চাই, নিজেদেরকে প্রমাণ করবো এবং যোগ্যতা আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে।’

উক্ত অনুষ্ঠানে মেহজাবীনসহ মোট ৩০ জন নারীকে আলোকিত নারী সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Back to top button