‘অনেকেই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক’
ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও পূর্ণিমা। অনেকের ধারণা, সমসাময়িক অভিনেত্রী হওয়ায় তাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক! এবার অনুরাগীদের সেই ধারণা পাল্টে দিলেন তারা।
সম্প্রতি সপরিবারে অস্ট্রেলিয়ায় ঘুরতে গেছেন পূর্ণিমা। অন্যদিকে দীর্ঘদিন ধরেই সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। শুক্রবার (৩ মার্চ) বিকেলে দেখা করেন দুই নায়িকা। ভক্তদের সারপ্রাইজ দিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভেও আসেন পূর্ণিমা। এ সময় খোশগল্পে মেতে ওঠেন তারা। পাশাপাশি তাদের ঘিরে থাকা গুঞ্জন নিয়েও কথা বলেন।
লাইভের শুরুতেই হাস্যোজ্বল মুখে পূর্ণিমা বলেন, আজ আমি আপনাদের একটা সারপ্রাইজ দিব। এরপর তিনি শাবনূরকে নিজের লাইভে ডেকে নেন। শাবনূর লাইভে যুক্ত হয়েই দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এরপর তিনি পূর্ণিমাকে বলেন, ‘আমাদের সম্পর্কে মানুষের বাজে ধারণা আছে। সবাই মনে করে, আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। এটা একটু ক্লিয়ার করে দাও তো।’
শাবনূরের কথার সূত্র টেনে পূর্ণিমা বলেন, ‘আসলে আমাদের মধ্যে ফুলে-ফুলে সম্পর্ক। ফুলের পাপড়ির মতো সম্পর্ক। শাবনূর আপু আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। আমরা তাকে (শাবনূর) দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি আমাদের অভিনয়ের ইনস্টিটিউট। আমরা এখনও অভিনয় করতে গেলে সবার আগে শাবনূর আপুর কথা মনে পড়ে। তিনি কীভাবে কোন এক্সপ্রেশন দিতেন, সেটা মনে করে কাজ করি। যদিও আমি তার ধারে কাছেও যেতে পারিনি। তিনি আসলেই অসাধারণ একজন মানুষ।’
পূর্ণিমার মুখে নিজের প্রশংসা শুনে শাবনূর বলেন, ‘পূর্ণিমার এত গুণ! আমিও তার মতো পারব না। ওর (পূর্ণিমা) আসলে গুণের শেষ নেই। পূর্ণিমার অস্ট্রেলিয়া আসার খবর শুনে আমি খুব খুশি হয়েছি। এরপর আমি ওকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি (মুখে হাসি)।’
শাবনূর যোগ করেন, ‘আমরা দুজন আবার একসঙ্গে সিনেমা করলে কেমন হবে? ইচ্ছে আছে করার। এখনই বলতে পারছি না, কতদূর করতে পারব। তবে চেষ্টা করতে অসুবিধা নাই।’
পূর্ণিমাও তার কথায় সায় দিয়ে বলেন, ‘হ্যাঁ, আমরা আবার একসঙ্গে সিনেমা করব। নতুন নায়ক নিব। প্রয়োজনে হলিউড থেকে নায়ক নিব।’ এ কথা বলেই হাসতে হাসতে লুটিয়ে পড়েন দুজন।
অতীতের স্মৃতিচারণ করে পূর্ণিমা জানান, শাবনূর আপু তখন সুপার-ডুপার হিট। তার যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিলাম না। কোনও সিনেমার ধারে কাছেও যেতে পারছিলাম না। যখনই আমি শুটিং করতাম, তখন নির্মাতা-কোরিওগ্রাফাররা বলতেন, ‘কী এক্সপ্রেশন দাও! শাবনূরের মতো করো। শাবনূরের চোখ কথা বলে, ঠোঁট কথা বলে। তার পায়ের যোগ্যতাও তোমার নেই।’ এসব শুনে আমি কোণায় গিয়ে কাঁদতাম।
এভাবে নানা গল্প করতে করতে অনুরাগীদের ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে লাইভ শেষ করেন শাবনূর-পূর্ণিমা। পাশাপাশি নিজেদের সন্তানের জন্য দোয়া চান দুই নায়িকা।