আমি সবসময় ভাগ্যের ওপর বিশ্বাসী: অপি করিম

দীর্ঘ ১৯ বছর পর বড় পর্দায় ফেরাটা বেশ রাজকীয় হলো ঢাকাই অভিনেত্রী অপি করিমের। তার অভিনীত “মায়ার জঞ্জাল” ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে একইসঙ্গে মুক্তি পেয়েছে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি)। সিনেমাটি দেখতে দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ছবিটির প্রযোজক জসিম আহমেদ জানিয়েছেন, শুক্রবার সাভার সেনা অডিটোরিয়ামে শো হাউজফুল গেছে। শ্যামলী সিনেমা হলে টিকিট না পেয়ে দর্শকের ফিরে যাওয়ার খবর পেয়েছি।

তিনি বলেন, “মায়ার জঞ্জাল পরিণত দর্শকের সিনেমা হলেও এর গল্প এমনভাবে বলা হয়েছে, সব শ্রেণির দর্শক কানেক্ট করতে পারবেন। আর এ জন্যই সাভার সেনা অডিটোরিয়ামের মতো সিঙ্গেল স্ক্রিনেও হাউজফুল যাচ্ছে।”

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে মায়ার জঞ্জাল। তবে নির্মাতা বলছেন, পুরো গল্প নয়, গল্পের নির্যাস নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

অপি করিম বলেন, ‘চাকরি, পরিবার ও সন্তানের পাশাপাশি ভালো কাজকে আমি সবসময় প্রাধান্য দিয়ে থাকি। ভালো কাজের অফার পেলে সেই কাজটি করার চেষ্টা থাকে আমার। কারণ ভালো কিছু করার জন্য সবসময় আমার তাগিদ থাকে।’

তিনি বলেন, আমি সবসময় ভাগ্যের ওপর বিশ্বাসী। কপালে লেখা থাকলে ভালো কিছু এমনিতেই হেঁটে হেঁটে আসে। যখন ভাগ্যে কোনো কিছু আসে সেটিকে অর্জন করার জন্য সবসময় প্রস্তুত থাকি।

অপি করিম বলেন, আমরা যখন সিনেমা ও নাটক, ওয়েব ফিল্ম বা ‘মায়ার জঞ্জাল’ কাজ করি তখন ভালো কিছু প্রত্যাশা থাকে। আমরা সেটি করার চেষ্টা করি যাতে দর্শক গ্রহণ করেন। সবকিছুর একটি সমীকরণ থাকে, সেটি মিলে গেলে ভবিষ্যতে ভালো কাজ করার জন্য আশাবাদী আমি।

Back to top button