৩৫ বলে ৮২ রানের পর বল হাতে ৩ উইকেট নিলেন সৌম্য

এবারের বিপিএলে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি সৌম্য সরকার। বিপিএল শেষে জাতীয় দলের এক সময়ের এই তারকা এখন ‘খ্যাপ’ খেলছেন।

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে তিনি ৩৫ বলে ৮২ রানের একটি হারিকেন ইনিংস খেলে মাঠ মাতিয়েছেন। সেই সঙ্গে বল হাতে নিয়েছেন ৩ উইকেট। তবে সৌম্য আজ আউট হননি, তিনি স্বেচ্ছায় প্যাভিলিয়নে ফিরেছেন।

আজ ১৯ ফেব্রুয়ারি সোমবার ছিল কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও কুলাউড়া স্পোর্টস অর্গানাইজার্স যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু টি ২০ প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। ম্যাচে সৌম্য সরকার কুলাউড়ার মৌসুমী যুব সংঘের হয়ে ওপেন করতে মাঠে নামেন। প্রতিপক্ষ সোনার বাংলা যুব সংঘের দেয়া ১৬৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামে মৌসুমী যুব সংঘ।

সৌম্য সরকারের ৩৫ বলে ৮ ছক্কা আর ৪ বাউন্ডারিতে অপরাজিত ৮২ রান এবং স্থানীয় ব্যাটার সুমন মালাকারের ৩৮ বলে ৭৫ রানের উপর ভর করে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় মৌসুমী যুব সংঘ। অল-রাউন্ড নৈপূণ্যে সৌম্য সরকার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সোনার বাংলা যুব সংঘের খেলোয়াড় মাহফুজুর রহমান সাকি।

Back to top button