দূরত্ব ১ কিলোমিটার, হেলিকপ্টারে বউ আনলেন তুন্নান
মাত্র এক কিলোমিটার দূরত্ব হলেও স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন শেখ জহির উদ্দিন তুন্নান। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘটা করে অনুষ্ঠিত হল এ বিয়ের আয়োজন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বর তুন্নান প্রথমে তার বোনের বাড়ি নাসিরনপুর গ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে আসেন উপজেলা সদরের আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে। সেখান থেকে ঘোড়ার গাড়িতে চড়ে কনে লিগার সুলতানার বাড়িতে যান।
প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টারে চড়ে বরের আগমন ও ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যাওয়ার দৃশ্য দেখতে মাঠের চারদিকে উৎসুক জনতার ভিড় জমে। বর জহির উদ্দিন তুন্নান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. রাফি উদ্দিনের ছোট ছেলে। কনের বাবা মরহুম হাবিবুবর রহমান এই উপজেলার সাবেক সেনিটারি ইনন্সপেক্টর ছিলেন।
ছেলের বিয়ের বিষয়ে রাফি উদ্দিন বলেন, আমার অনেক বয়স হয়েছে। পরিবারের আগ্রহের শেষ বিয়ে আর ছেলের আবদার রক্ষা করতেই এই বরযাত্রার আয়োজন করা হয়েছে। বর তুন্নান বলেন, ২০১০ সালে আমার বোন রায়হানের বিয়ে হয় হেলিকপ্টারে চড়ে। বোন ও ভাগিনার ইচ্ছে ছিল আমারও বিয়ে হবে হেলিকপ্টারে চড়ে। সব মিলে এমন আয়োজন করা।
কনে লিগার সুলতানা বলেন, আমি কখনোও হেলিকপ্টারে চড়িনি। আমার স্বামীর স্বপ্ন ছিল আমাকে হেলিকপ্টারে করে নিয়ে যাবে। আমাদের দাম্পত্য জীবন যেন সুখি হয় সে জন্য সবার কাছে দোয়া চাই। তবে তাদের এমন কান্ড সাধারণ মানুষরা খুব ভালো ভাবে নেয়নি। তাদের মতে, মাত্র এক কিলোমিটার ব্যবধানে হেলিকপ্টার ব্যবহার না সেই টাকা গরীব-দুখীদের বিলিয়ে দিলে বর্তমান অর্থনৈতিক মন্দার সময়ে তারা অনেক উপকৃত হতেন।