মোবাইল চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ

আমাদের চারপাশে মোবাইল ফোন চুরির ঘটনা প্রতিদিনই ঘটছে। ফোন হারিয়ে গেলে আমরা সাধারণত থানায় জিডি করি। পুলিশ তাদের সাধ্য অনুয়ারি হারিয়ে যাওয়া ফোন খুঁজার চেষ্টা করে।

কেউ হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে পায় আবার কেউ পায় না। তবে কিশোরগঞ্জের ফোন চুরি হওয়ায় ঘটেছে ব্যতিক্রম ঘটনা। ভৈরবে ঘর থেকে দুটি মোবাইল ফোন চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করেছেন মো. ফায়েজ মিয়া (৬৫) নামের এক ব্যক্তি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাও এলাকায় এ ঘটনা ঘটে।

এরপর সোমবার ২৫ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পানের বেপারী মো. ফয়েজ মিয়া ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাও এলাকার বাসিন্দা।

আজ বিষয়ে মুঠোফোনে ফয়েজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ৯ দিন আগে আমার ঘর থেকে একটি এন্ড্রোয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল চুরি হয়ে যায়। যার বাজার মূল্য সাড়ে ১৭ হাজার টাকা।

আমি গরিব মানুষ, সামান্য পানের দোকানদার। মোবাইল দুটি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। তাই চুরি হওয়ায় পর মাইক ভাড়া করে এনে ইচ্ছে মতো গালিগালাজ করেছি। কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডিও করতে পারতেছি না। খুব কষ্টে আছি।

Back to top button