অপু-বুবলীর মুখোমুখি হচ্ছেন শাকিব খান!
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০৮ সালে। এদিকে অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০১৮ সালে। যদিও বলা হচ্ছে দুই নায়িকাই এখন এই অভিনেতার সাবেক।
নতুন খবর হচ্ছে, এবার এই দুই নায়িকার মুখোমুখি হতে যাচ্ছেন শাকিব। সেটা সিনেমার কোনো চিত্রনাট্যে নয়। প্রকৃত অর্থে প্রেক্ষাগৃহে অপু-বুবলীর মুখোমুখি হচ্ছেন ঢালিউড সুপারস্টার।
আসছে ঈদে নাকি আলাদা দুই সিনেমা নিয়ে শাকিবের মুখোমুখি হচ্ছেন অপু-বুবলী। রোজার ঈদে অভিনেতার তিনটি সিনেমা মুক্তি পাবে, ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘অন্তর আত্মা’ ও ‘আগুন’।
নিজের প্রথম প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমা নিয়ে হাজির হবেন নায়িকা অপু। এতে তার সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।
এদিকে প্রথমবারের মতো অভিনেতা মাহফুজ আনামের সঙ্গে অভিনয় করেছেন বুবলী। ‘প্রহেলিকা’ নামের এই সিনেমায় কাজ করেছেন তারা। শোনা যাচ্ছে, এই সিনেমাটিও ঈদে মুক্তি পাবে।
এমন বাস্তবতায় ফিল্ম পাড়ায় আলোচনায় শাকিব ও তার সাবেক দুই স্ত্রী। সাবেকদের এই লড়াই দিন শেষে টিকে থাকে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।
প্রসঙ্গত, ২০০৮ সালে শাকিবের সঙ্গে বিয়ে হয় অপুর । ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় একমাত্র ছেলের জন্ম হয়। কিন্তু পরবর্তীতে বিয়ের খবর প্রকাশ্যে আনায় বিপাকে পড়েন ঢালিউড ক্যুইন। ২০১৭ সালের ২২ নভেম্বর নায়িকাকে তালাকের জন্য আবেদন করেন নায়ক। পরে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির।
এদিকে অপুর সঙ্গে বিচ্ছেদের বছরই ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী বুবলীকে বিয়ে করেন শাকিব। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে হয় তাদের। অপুর সঙ্গে বিচ্ছেদের চার মাস ২৮ দিন পর অর্থাৎ ১৪৮ দিন পরে বুবলীকে বিয়ে করেন ঢালিউড সুপারস্টার।
গত ৩ অক্টোবর এক ফেসবুক স্ট্যাটাসে বুবলী বলেন, “এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।” এর মধ্যে ‘২০ জুলাই ২০১৮ সাল’ হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ এবং ‘২১ মার্চ ২০২০ সাল’ হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম।