তোমার সাথে পরিচিত হওয়ার পর আরও মুগ্ধ হয়ে যাই: অহনাকে শামীম
ছোট পর্দার জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও অহনা রহমান। এরই মধ্যে একসঙ্গে দুই ডজন নাটকের কাজ শেষ করেছেন তারা।
পর্দায় তাদের কেমিস্ট্রি যেমন জনপ্রিয়, তেমনই বাস্তব জীবনেও এই জুটির প্রেমের গুঞ্জনে নাটকপাড়ার বাতাস ভারী। সেই গুঞ্জন আরও একটু উসকে দিলেন অভিনেতা শামীম হাসান সরকার।
বুধবার (৮ ফেব্রুয়ারি) অহনার জন্মদিনে দীর্ঘ এক স্ট্যাটাস শামীম লিখেছেন, ‘তোমার সাথে আমার এই যাত্রা টিকে থাকুক।’
স্ট্যাটাসে শামীম লিখেছেন, ‘আমি বিশ্বাস করি সব মানুষের সঠিক সময়ে সঠিক মানুষের সাথে পরিচয় হয়। আমি তোমার ফ্যান ছিলাম, এখনো আছি কিন্তু আমার সৌভাগ্য আমি আমার যোগ্যতার কারণে তোমার পাশে দাঁড়িয়ে অভিনয় করার সুযোগ পেয়েছি, তোমার বন্ধু হতে পেরেছি । অভিনেত্রী হিসেবে এমনিতেই তোমার অভিনয়ে মুগ্ধ ছিলাম। মানুষ হিসেবে তোমার সাথে পরিচিত হওয়ার পর আরও মুগ্ধ হয়ে যাই।’
অভিনেতা লিখেছেন, ‘তুমি দারূণ একটা মানুষ! সবার জন্য তোমার যে আন্তরিকতা এবং চিন্তা ভাবনা সেটা আমাকেও বদলাতে সাহায্য করেছে। আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। তোমার সাথে আমার এই যাত্রা টিকে থাকুক। তুমি অনেক দীর্ঘজীবী হও, উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে থাকো এই দোয়া করি। অনেক ভালোবাসি তোমাকে আমি। তোমার জন্য সব সময় শুভ কামনা।’
সব শেষ তিনি লিখেছেন, ‘তোমার বন্ধু এবং ভক্ত, শামীম হাসান সরকার (এটা তোমার সাথে আমার প্রথম সিকোয়েন্স এর শ্যুটিং এর ছবি যেটা নাটকের লাস্ট সিকোয়েন্স ছিলো, আমার এই দিনটা সব সময় মনে থাকবে।)’