প্রেমিককে পাস করাতে ছবি বদলে পরীক্ষা দিলেন সরকারি চাকরিজীবী প্রেমিকা!
কথায় বলে, প্রেম অন্ধ। মনের মানুষটির জন্য কতশত ঝুঁকিই যে নেন প্রেমিক-প্রেমিকারা। এবার সেই প্রেমে অন্ধ হয়েই প্রেমিককে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাস করানোর লক্ষ্যে বড়সড় ঝুঁকি নিলেন এক তরুণী।
প্রেমিকের হয়ে পরীক্ষা দিতে গিয়ে এক তরুণী হাতেনাতে ধরা পড়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ে।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বীর নর্মদ দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষায় সম্প্রতি ওই তরুণী অংশ নেন। ওই তরুণীর প্রেমিক ঘুরতে গিয়েছিলেন। পরীক্ষার জন্য তার কোনো প্রস্তুতিও ছিল না। পরীক্ষার দিন তিনি ছিলেন উত্তরাখণ্ডে।
তার হয়ে পরীক্ষা দিতে যান ওই তরুণী। নাম ও পরিচয়পত্রে ছবি বদলে পরীক্ষা কেন্দ্রে ঢুকেন তিনি। প্রেমিককে পাশ করানোই ছিল তার একমাত্র লক্ষ্য। কিন্তু রক্ষা হয়নি তরুণীর। তার কারসাজি ধরা পড়ে যায়।
পুলিশ জানিয়েছে, ওই তরুণী সরকারি চাকরি করেন। এ ঘটনায় শাস্তি হিসাবে তার চাকরি চলে যেতে পারে। এমনকি তার নিজের যাবতীয় ডিগ্রিও বাতিল করে দেওয়া হতে পারে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত তরুণীর সঙ্গে ছাত্রের পরিচয় দীর্ঘ দিনের। তারা স্কুলজীবন থেকে একে অপরের বন্ধু।