মেট্রো রেলে জন্ম নেওয়া সেই শিশুর নাম রাখা হলো রাজত্ব
দেশে প্রথমবারের মতো মেট্রোরেল চালুর পরে আজ (বৃহস্পতিবার) সেখানে জন্ম নিয়েছে এক ফুটফুটে শিশু। যার নাম রাখা হয়েছে রাজত্ব।
শিশুটির বাবা সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পুলিশে চাকরি করেন। বর্তমানে মহানগরীর দক্ষিণখান থানায় কর্মরত রয়েছেন। সুকান্তের প্রথম সন্তানের নাম রাজবীর। সেখান থেকেই দ্বিতীয় সন্তানের নাম আগেই ঠিক করে রেখেছিলেন রাজত্ব।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান জানান, ‘ওই নারীর নাম সোনিয়া রানি। আজ সকালে স্বামী সুকান্ত সাহার সঙ্গে উত্তরা থেকে তিনি মেট্রোরেলে রওনা দিয়েছিলেন।
ট্রেনটি আগারগাঁও স্টেশনে পৌঁছালে তার প্রসববেদনা ওঠে। তখন স্কাউট সদস্য ও ডিএমটিসিএল কর্তৃপক্ষ দ্রুত তাঁকে স্টেশনের ফার্স্ট এইড কক্ষে নিয়ে যায়। পরে এক নারী চিকিৎসকের সহায়তায় শিশুর জন্ম হয়।’
উত্তরার লনভোগের বাসিন্দা সুকান্ত সাহা জানান, রাজত্বের মা এখন সুস্থ আছে। তবে ছেলেকে এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে। আগামী ১০ ঘণ্টা ডাক্তারের অভজারভেশনে থাকবে।
সুকান্ত সাহা বলেন, ‘আমার স্ত্রী সন্তানসম্ভাবনা হওয়ায় নিয়মিতই ডাক্তারের কাছে চেকআপ করাতে হতো। আজ হাসপাতালে ভর্তি করানোর জন্য বাসা থেকে নিয়ে যাচ্ছিলাম। পরে মেট্রো রেলেই প্রসব বেদনা ওঠে।’