সামনের বছর থেকে সাকিব সিইওর দায়িত্ব পালন করুক: শেখ সোহেল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান।
তিনি বলেছিলেন, ‘আমাকে যদি সিইও দায়িত্ব দেওয়া হয় বিপিএলের, আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা ১ থেকে ২ মাস লাগবে সবকিছু ঠিক করতে- ম্যাক্সিমাম। খুব বেশি হলে দুই মাসও লাগার কথা না। দুই মাস তো অনেক দূরের কথা বলেছি।’
তার এমন মন্তব্যে কোন আনুষ্ঠানিক আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি না হলেও সাকিবের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছিলেন, ‘সাকিব কোন প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন, তা আগে জানা দরকার।
আমাদের সেটা জানা নেই। তবে সাকিব যদি বিসিবির সীমাবদ্ধতা জানতেন, তাহলে হয়তো এমন মন্তব্য করতেন না।’
সাকিবের সেই মন্তব্যের এবার প্রতিক্রিয়া জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। শুক্রবার (৬ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্স আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে শেখ সোহেল বলেন, ‘প্রথমেই সাকিবকে স্বাগত জানাই, ওকে (সাকিব) ধন্যবাদ। সাকিব যদি খেলা ছেড়ে আগামী বছর বিপিএলে কাজ করতে চান, তাহলে আমাদের সিইও হিসেবে কাজ করতে পারেন। আমরা তাকে স্বাগত জানাবো।’