মুহূর্তেই ৩ কোটি টাকার গাড়ি ধ্বংস করলেন ইউটিউবার
মুহূর্তের মধ্যেই অতি-বিলাসবহুল ল্যাম্বরগিনি ব্র্যান্ডের নতুন গাড়ি ধ্বংস করে ফেললেন এক ইউটিউবার। যে গাড়িটি তিনি ধ্বংস করেছেন, বর্তমানে তার বাজারমূল্য ৩ কোটি ১৫ লাখ টাকার বেশি। খবর এনডিটিভি
রাশিয়ার ওই ইউটিউবারের নাম মিখাইল লিটভিন। নিজের নামে আনা এনার্জি ড্রিংক ‘লিট এনার্জি’র বিজ্ঞাপন চালাতে গিয়ে তিনি পুরো গাড়িটি ধ্বংস করেছেন এবং সেই দৃশ্য ক্যামেরাবন্দী করে প্রকাশ করেছেন ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে। ইউটিউবে তার সাবস্ক্রাইবার সংখ্যা এক কোটিরও বেশি।
ভিডিওতে দেখা যায়, একটি ক্রেনের নিচে বিলাসবহুল ল্যাম্বরগিনি ইউআরইউএস এসইউভি গাড়িটি রাখা হয়েছে। আর ক্রেনের মাথায় ঝুলছে মিখাইল লিটভিনের নিজস্ব কোম্পানির তৈরি এনার্জি ড্রিংক ‘লিট এনার্জির’ একটি বিশালাকারের ক্যান।
পুরো দৃশ্য ক্যামেরায় ধারণ করার সময় ক্রেনের সামনে হাতে লিট এনার্জির একটি ক্যান নিয়ে দৌঁড়াতে দেখা যায় লিটভিনকে। কিছুক্ষণের মধ্যেই সেই বিশালাকারের ক্যানটি গাড়ির ওপর আছড়ে পড়ে। এতে কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
উল্লেখ্য, ল্যাম্বরগিনি ইউআরইউএস বিশ্বে দ্রুততম সময়ে জনপ্রিয়তা পাওয়া এসইউভিগুলোর একটি। ২০১৮ সালে প্রথমবারের মতো এই গাড়ি বাজারে আনা হয়। ৪ দরজার বিলাসবহুল গাড়িটি একটি ৪ লিটার ভি৮ টুইন-টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিনের মাধ্যমে পরিচালিত হয়।