চট্টগ্রামে কোটি টাকার খাটের এখনও মেলেনি ক্রেতা
চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সকলেরই নজর কাড়ছে কোটি টাকার ‘পরী পালং’ খাট। তবে খাটটি দেখতে দর্শনার্থীদের ভীড় লক্ষ্য করলেও ক্রেতার দেখা মিলছে না। ফলে শেষ পর্যন্ত খাটটি বিক্রি করতে না পারলে জাদুঘরে দিয়ে দেবেন বলে জানিয়েছেন কারিগর।
খাগড়াছড়ির জালিয়াপাড়ার পেশায় পল্লী চিকিৎসক নূরুন্নবীর শখ একটু ভিন্ন ধরনের। তিনি বানিয়েছেন ‘পরী পালং’ নামের ব্যতিক্রমধর্মী এক খাট। চার পাশে প্রজাপতি হাতে কল্পিত পরীর অবয়ব, আর চোখ ধাঁধানো কারুকাজ। এটি বানাতে ৭ জন কারিগরের সময় লেগেছে তিন বছর দুই মাস। খরচ হয়েছে অর্ধকোটি টাকারও বেশি।
ঢাকার পর চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এনেও, কোটি টাকা দাম হাঁকছেন খাট প্রস্ততকারক। এ প্রসঙ্গে খাট প্রস্ততকারক নুরুন্নবীর ভাই খোরশেদ আলম বলেন, এক কোটি টাকা আমাদের আসকিং প্রাইস। তবে ক্রেতারা দামাদামি করতে পারবেন, সে সুযোগ আছে। যদি এখানেও খাটটি বিক্রি নাহয় তাহলে আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে ওনার মাধ্যমে খাটটি যাদুঘরে দান করবো।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খাটটির সর্বোচ্চ দাম উঠেছিলো ৫১ লাখ ৫০ হাজার টাকা। চট্টগ্রামের মেলায়ও এখনও মেলেনি ক্রেতা। ক্রেতা না থাকলেও, কোটি টাকার এ খাট দেখতে অভাব নেই দর্শনার্থীর।