পরীক্ষা না দিয়েও ট্যালেন্টপুলে বৃত্তি পেলো সাতক্ষীরার এক শিক্ষার্থী
সাতক্ষীরার আশাশুনিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত থেকেও এক ছাত্রের ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার ১৫০নং পূর্ব কামালকাটি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রের নাম আসে বৃত্তির তালিকায়।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ফলাফল ঘোষণা করা হলেও সন্ধ্যার আগে সারাদেশের ঘোষিত ফলাফল স্থগিত করা হয়। তবে, ঘোষিত ফলাফলে দেখা গেছে আশাশুনি উপজেলা থেকে ৫৭ পরীক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। যার মধ্যে ২৯ জন ছাত্রী।
অপরদিকে, ৬৭ জন ছাত্র-ছাত্রী সাধারণ বৃত্তি পেয়েছে। যার মধ্যে ৩৪ জন ছাত্রী। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর রোল নম্বর ৭৭। অথচ এ শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।
জানা গেছে, চারটি পরীক্ষার মধ্যে কোনোটিতেই অংশ নেয়নি ওই শিক্ষার্থী।
কামালকাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র বিশ্বাস শিক্ষার্থীর পরীক্ষায় অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান।
এ প্রসঙ্গে, আশাশুনি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সেলিম বলেন, কীভাবে বৃত্তি পেয়েছে বলতে পারবো না। প্রিন্টিংয়ের সমস্যা হতেও পারে। তবে পরীক্ষার প্রকাশিত ফলাফল বোর্ড থেকে বাতিল করেছে।