নির্মাতা আমাকে জোর করে অভিনয় করিয়েছেন: ভাবনা
ডার্ক কমেডি ঘরানার নতুন সিরিজ নিয়ে আসছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘ওভারট্রাম্প’ শিরোনামে এ সিরিজটি পরিচালনা করেছেন বাশার জর্জিস।
এই সিরিজের মধ্য দিয়ে প্রথমবার ওটিটি প্লাটফর্ম চরকির সাথে কাজ করেছেন অভিনেত্রী, যেখানে তাকে দেখা যাবে রমা চরিত্রে।
সিরিজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ভাবনা বলেন, ওভারট্রাম্পে আমার চরিত্রের নাম রমা। রমার সঙ্গে ভাবনার কোনো মিল নেই। আগের কাজ থেকে এই চরিত্র সম্পন্ন ভিন্ন। আমি নিজেও প্রতিটি কাজে নিজেট সর্বোচ্চটা দিতে চাই। আমি খুব চিন্তায় ছিলাম যে রমা চরিত্রটা কীভাবে ডিজাইন করবো। আমি চেষ্টা করেছি বাকিটা দর্শকদের ওপর।
ভাবনা জানান, শুরুতে তিনি কাজটি করতে চাননি। কারণ তিনি ‘যাপিত জীবন’ ছবির শুটিংয়ে মনোযোগী ছিলেন। মনে করছিলেন, যেহেতু বোল্ড চরিত্র, স্ক্রিনে ‘ডু অর ডাই’ ছাড়া উপায় ছিল না! কাজটি অনেক চ্যালেঞ্জের। সেইসঙ্গে এতে বহু শিল্পী অভিনয় করেছেন। কিন্তু পরিচালক ছিলেন নাছোড়বান্দা, এই চরিত্রের জন্য তার ভাবনা লাগবেই! ভাবনা বলেন, এই প্রথম কোনো নির্মাতা আমাকে জোর করে অভিনয় করিয়েছেন।
ভাবনা বলেন, ‘নির্মাতা আমাকে বলেছেন, ভাবনা এই চরিত্রের জন্য আর কাউকে ইমাজিন করতে পারিনি। তার এই কথাটা আমাকে ইমপ্রেস করে। এজন্য করেছি।’
তিনি বলেন, দর্শক থেকে সবাই আমাকে সেলেব্রেটির চেয়ে সুঅভিনেত্রী ট্যাগ বেশি দেয়। এতে আমার কাঁধে বেশি দায়িত্ববোধ কাজ করে। যদি চরিত্রটি ফেইল করি তাহলে কী হবে? সবশেষে আমি ‘ওভারট্রাম’-এ রমা চরিত্র করেছি। শুটিং করে ভালো লেগেছে।
‘এখানে একাধিক সুঅভিনেতারা আছেন। ভালো অভিনেতাদের সঙ্গে কাজ করলে এমনিতেই ভালো অভিনয় চলে আসে। অ্যাক্টিংয়ে রিঅ্যাক্টিং অনেকটা ডিপেন্ড করে। বিখ্যাত পিটার ব্রুক তার একটি বইয়ে লিখেছেন অভিনয়টা গেম। যারা অভিনয় করে তারা প্লেয়ার। এটা নিয়ে ঠিকভাবে খেলতে হয়।’-বলছিলেন ভাবনা।
নির্মাতা বাশার জর্জিসের পরিচালনায় ‘ওভারট্রাম’ নামে এই ওয়েব সিরিজে ভাবনা ছাড়াও আছেন চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, মোস্তফা মনোয়ার, সামিরা খান মাহি প্রমুখ।