হাতকড়া পড়ে বাবার জানাজায় যুবলীগ নেতা

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা যুবলীগ নেতা মো. মাকসুদুর রহমান আট ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার এক হাতে হাতকড়া ছিল এবং জানাজা শেষে আবার কারাগারে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে মাকসুদুরের বাবা ফজলুর রহমান বার্ধক্যের কারণে মারা যান। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন তাকে প্যারোলে মুক্তি দেয়।

প্রিজন ভ্যানে করে মদন উপজেলার উচিতপুর ফেরিঘাটে এনে তাকে ট্রলারে করে খালিয়াজুরি আনা হয়। সেখান থেকে হেঁটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়, যেখানে জানাজা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজার সময় তার বাম হাতে হাতকড়া লাগানো ছিল এবং দুই পাশে পুলিশ সদস্য দাঁড়িয়ে ছিলেন। আশপাশেও কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।

মাকসুদুর রহমান খালিয়াজুরি উপজেলা যুবলীগের সদস্য ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক। বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার হয়ে তিনি গত ১৩ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন।

ওই মামলায় সাবেক এমপি সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করে ১৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ওই মামলার ১৬ নম্বর আসামি মাকসুদুরকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

Related Articles