রুদ্ধশ্বাস ম্যাচে সাকিবের বরিশালকে বিদায় করে কোয়ালিফায়ারে রংপুর
বিপিএলের প্রথম এলিমিনেটর ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স।
রোববার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশাল আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। জবাবে শামীম পাটোয়ারীর ব্যাটিং দৃঢ়তায় ৪ উইকেট ও ৩ বল হাতে রেখে জয় তুলে নেয় রংপুর।
রান তাড়ায় নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের করা প্রথম ওভারের পঞ্চম বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ। এরপরই ঝড়ো ব্যাটিং শুরু করেন রনি তালুকদার এবং শামীম পাটোয়ারী। ৩৮ বলে ৬১ রানের এই জুটি ভাঙে ১৭ বলে ২টি করে চার-ছক্কায় ২৯ রান করা রনি তালুকদারের বিদায়ে। কামরুল ইসলাম রাব্বির বলে ক্যাচ নেন সানজামুল।
রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান ১৩ বলে ১৮ রান করে সাকিব আল হাসানের শিকার হন। একপ্রান্ত আগলে রেখে ৩৬ বলে ফিফটি তুলে নেন শামীম হোসেন পাটোয়ারী। জয়ের জন্য শেষ চার ওভারে রংপুরের প্রয়োজন ছিল ৩৩ রান। এমন সময় শামীম হোসেন ফিরলে কিছুটা চাপে পড়ে রংপুর।
শামীমের বিদায়ে উইকেটে আসেন দাসুন শানাকা। শেষ ওভারে রংপুরের প্রয়োজন পড়ে ৮ রান। কামরুল ইসলাম রাব্বির করা প্রথম বলে শানাকা সিঙ্গেল নিলে পরের বলেই দারুণ স্কুপ শটে বাউন্ডারি আদায় করেন শেখ মেহেদি। তৃতীয় বলে আরেকটি বাউন্ডারি মেরে রংপুরের জয় নিশ্চিত করেন মেহেদি।