আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ‘মুরগি’ বলায় সিটি কলেজের সঙ্গে সংঘর্ষ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।
দুই কলেজের সংঘর্ষের ঘটনা সংগ্রহ করতে গেলে এক সাংবাদিক লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষের জেরে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।
সংঘর্ষের বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার শহীদুল্লাহ বলেন, আজ সিটি কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি আইডিয়াল কলেজের ফটকে গিয়ে ‘তোরা মুরগি, সাহস থাকলে বের হ’ বলে চিৎকার করেন। এরপরই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি বেধে যায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কলেজের কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে। এছাড়া এই শিক্ষার্থীদের অভিভাবক ও কলেজের শিক্ষকদের ধানমন্ডি থানায় ডাকা হয়েছে।
ধানমন্ডি থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ইকরাম আলী মিয়া বলেন, দুই কলেজের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। দুই কলেজের সংঘর্ষের জেরে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।
সাংবাদিককে লাঞ্ছনার ঘটনাটি অস্বীকার করেছে পুলিশ। তবে এ বিষয়ে লাঞ্ছিত ঢাকা মেইলের প্রতিবেদক খলিলুর রহমান বলেন, ধানমন্ডিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সামনে কিছু শিক্ষার্থীকে তিনি দৌড়াদৌড়ি করতে দেখে তাদের সঙ্গে কথা বলছিলেন। এসব পুলিশ তাদের ধাওয়া দেয় এবং কয়েকজন শিক্ষার্থীকে আটক করে। এ আটকের ছবি তুলতে গেলে কর্তব্যরত পুলিশ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং মুঠোফোন, পরিচয়পত্র ছিনিয়ে নেয়।