১৫ বছর পালিয়ে থাকা আসামিকে স্বর্ণের দাঁত দেখে গ্রেপ্তার করল পুলিশ
পুলিশের হাতে গ্রেপ্তারের ভয়ে পালিয়ে ছিলেন দীর্ঘ ১৫ বছর । কিন্তু এত কিছুর পরও মেলেনি রক্ষে। শেষ পর্যন্ত পুলিশের জালেই আটকা পড়তে হলো ।
৩৮ বছর বয়সী প্রবীণ আশুভা জাদেদার স্বর্ণের দাঁতই হলো হয়েছে কাল। শনিবার (১১ ফেব্রুয়ারি) মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ভারতীয় একাধিক গনমাধ্যম সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যাক্তি কাপড়ের দোকানে একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। ২০০৭ সালে প্রতারণা করে এক দোকানের মালিকের কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেন।
এরপর গ্রেপ্তার এড়াতে নিজের পরিচয় গোপন করে গুজরাটে পালিয়ে যান। সেখানে তিনি প্রবীণ আশুভা জাদেজা থেকে হয়ে ওঠেন প্রদীপ সিং আশুভা জাদেজা।
পুলিশ সূত্রে জানা যায়, “অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা এবং পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছিল। যদিও গ্রেপ্তারের কয়েকদিন পর আদালত থেকে জামিন পেয়েছিলেন তিনি। পরে আর আদালতে হাজির হয়নি। তাই আদালত তাকে পলাতক ঘোষণা করে “। পরবর্তীতে মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য খুঁজতে থাকেন। কিন্তু তিনি নিজের নাম পরিচয় লুকিয়ে পুলিশের একজন এজেন্ট হিসেবে কাজ করেন। পরে পুলিশ তার পরিচয় নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার করে।