ঢাবি শিক্ষার্থী বিয়ে করলেন হলের মসজিদে, দেনমোহর পাঁচ হাজার টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদে পাঁচ হাজার টাকা দেনমোহরে বিয়ের কাজ সম্পন্ন করেছেন বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদুল আকবর শুভ।
পাত্রী সুমাইয়া সুমি। তিনি জামালপুরের আশেক মাহমুদ সরকারি কলেজে মাস্টার্স করছেন। পাশাপাশি এক স্কুলে শিক্ষকতা করেন তিনি।
তার বাড়ি জামালপুরে আর সাজ্জাদুলের বাড়ি চাঁদপুরে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিয়ের কাজ সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত সকলের মধ্যে খেজুর বিতরণ করা হয়।
সাজ্জাদুল আকবর শুভ সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। বিয়েকে সহজ করার চিন্তাভাবনা থেকে এভাবে আয়োজন করেছেন বলে জানান তিনি। দেনমোহর কম নির্ধারণের বিষয়ে সাজ্জাদুল বলেন, আমি তো বেকার, তবে আমি চাইনি বাকি রাখতে। তাই এই পরিমাণ নির্ধারণ করি। আমাদের আগেই কথা হয়েছিল। সেও আত্মনির্ভরশীল মানুষ। টুকটাক টিউশন করে যা আয় করি তা থেকে যা দিতে চেয়েছি সে সেটা মেনে নিয়েছে। সে তার পরিবারকে ম্যানেজ করেছে। পরিবারের সবাই তার কথা শোনে তাই কিছু বলেনি।
সাজ্জাদুল আকবর শুভ বলেন, আসলে যারা নিজেকে আত্মনির্ভরশীল মনে করেন তাদের দেনমোহরের ওপর নির্ভর করে থাকার প্রয়োজন নেই। আবার এখন অনেকে ডিভোর্সের ভয়ে এটি করে। তবে টাকা দিয়ে বিয়ে আটকে রাখার মানে নেই।