সহজ ম্যাচ কঠিন করে জিতলো বাংলাদেশ

শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ ওভারেই বিনা উইকেটে ১০৯ রান তুলে ফেলে টাইগাররা। কিন্তু সেখান থেকে ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। শেষ পর্যন্ত রিশাদ হোসেন ও নুরুল হাসান সোহানের শান্ত ইনিংসে ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন উড়ন্ত সূচনা করেন। পাওয়ার প্লেতে দল পায় ৫০ রান, আর ১১ ওভারের মধ্যেই জুটি ছুঁয়ে ফেলে ১০০। ইমন ৩৭ বলে ৫৪ ও তামিম ৩৭ বলে ৫১ রান করে ফেরেন। তবে রশিদ খানের ঘূর্ণিতে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। এই লেগ স্পিনার একাই তুলে নেন ৪ উইকেট।

১১৮ রানে ৬ উইকেট হারানোর পর ম্যাচে ফেরার শঙ্কা তৈরি হয়। তবে শেষদিকে সোহানের ২৩* ও রিশাদের ১৪ রানের ক্যামিওতে চাপ সামলে নেয় বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান তোলে আফগানিস্তান। শুরুতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষদিকে মোহাম্মদ নবির ২৫ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় দলটি।

বাংলাদেশের হয়ে তানজিম সাকিব ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জাকের আলীর দল।

Related Articles