অর্থ নয়, খাবার ও শীতের পোশাক চায় তুরস্ক: তুর্কি রাষ্ট্রদূত
আর্থিক সহায়তা নয়, বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে মানবিক সহায়তা সরঞ্জাম, শুকনো খাবার আর শীতের কাপড় চায় তুরস্ক।
এক সংবাদ সম্মেলনে একথাই জানালেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। আজ বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি বিকেলে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন রাষ্ট্রদূত। ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চলে সৃষ্ট মানবিক সংকটের প্রেক্ষাপটে দূতাবাসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় রাষ্ট্রদূত বলেন, মানবিক বিপর্যয়ে উদ্ধারকাজে দক্ষ সেচ্ছাসেবীর প্রয়োজন। আগ্রহীদের বাংলাদেশ থেকে তুরস্কে নেবার ব্যবস্থা করবে দেশটির সরকার। তুরস্ক–সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘটনায় আঙ্কারার পক্ষ থেকে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে সহায়তা সামগ্রী নিতে চাই। আমাদের শীতের কাপড়, ওষুধ, শুকনা খাবার ইত্যাদি সহায়তা দিতে পারেন। ঢাকার টার্কিশ কো–অপারেশন অ্যান্ড কো–অর্ডিনেশন এজেন্সি-টিকা অফিস এসব সহায়তা নেবে। তারা এসব সামগ্রী তুরস্কে পাঠাবে।’
রাষ্ট্রদুত জানান, ঢাকায় কাজ করা তার পুর্বসুরী রাষ্ট্রদুত ডেভরিম ওর্জটুক ভুমিকম্পে আনতালিকায় একটি ভবনের নিচে চাপা পড়েছেন। তিনি এখনও নিখোঁজ। তবে বৃহস্পতিবার পর্যন্ত কোন বাংলাদেশির মৃত্যুর খবর তাদের কাছে আসেনি। তিনি জানান, টিকা অফিস কোনো নগদ অর্থ সহায়তা নেবে না। কেননা, এখানে তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। সে কারণে অর্থ পাঠাতে জটিলতা তৈরি হবে। তাই টিকা অফিস নগদ অর্থ সহায়তা নেবে না।
এর আগে গত সোমবারের ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চল এবং সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। ভূমিকম্পে শুধু তুরস্কেই ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত ১৭ হাজার ৫১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।