বিত্তশালীদের কর বাড়িয়ে শ্রমিকদের বেতন বৃদ্ধি করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার পর অর্থনীতি শক্তিশালী করতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বেকার ভাতা, অ’সুস্থতা ভাতা বাড়াচ্ছেন। ন্যূনতম বেতন ঘণ্টায় বেড়ে ২০ ডলার পর্যন্ত হবে।





নিউজিল্যান্ড সরকার এ বেতন ঘণ্টা পিছু ১.১৪ ডলার বৃ’'দ্ধির সি’'দ্ধান্ত নিয়েছে। আর এজন্যে বাড়তি অর্থের যোগান আসবে বিত্তশালীদের ওপর কর বৃ’'দ্ধি থেকে।
নিউজিল্যান্ডে এধরনের বেতন বৃ’'দ্ধির ফলে উপকৃত হবে প্রায় ১ লাখ ৭৫ হাজার শ্রমিক-কর্মচারি। দেশটির অর্থনীতির লাভ হবে ২১৬ মিলিয়ন ডলার।





জেসিন্ডা এ প্রসঙ্গে বলেছেন, প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতেই এই পরিবর্তন। আম’রা সবচেয়ে বিপন্ন অংশকে যে সাহায্য দিই, তা বাড়ানো সত্যি সত্যি দরকার হয়ে পড়েছে, বহুদিন ধরে এর প্রয়োজন ছিল।
Facebook Comments