পাপুলের স্ত্রী-মেয়ের জামিন
অবৈ'ধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মাম'লায় কুয়েতে গ্রে'ফতার হওয়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেছেন আ'দালত।





আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) জামিনের মেয়াদ শেষ তারা ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমর'ুল কায়েশের আ'দালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমর'ুল কায়েশের আ'দালতে তারা আ'ত্মসমর'্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
২২ ডিসেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ ২৮ ডিসেম্বরের মধ্যে তাদের আ'ত্মসমর'্পণের নির্দেশ দেন।





গত ১০ ডিসেম্বর অবৈ'ধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মাম'লায় সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়েকে ১০ দিনের মধ্যে আ'ত্মসমর'্পণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশের পর তারা নিম্ন আ'দালতে গেলে সেটি আ'দালতের ছুটি চলাকালে নাকি পরে হবে তা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। পরবর্তীতে তারিখ পিছিয়ে ২৮ ডিসেম্বরের মধ্যে আ'ত্মসমর'্পণের আদেশ দেন হাইকোর্ট।
এদিকে, ১০ ডিসেম্বর কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়ের বিরু'দ্ধে অর্থপাচারের অ'ভিযোগ প্রতীয়মান হয়নি মর'্মে প্রতিবেদন দেয়ায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. আরেফিন আহসান মিঞাকেও তলব করেন আ'দালত।





এর আগে গত ১১ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে দুই কোটি ৩১ লাখ টাকার অবৈ'ধ সম্পদ ও ১৪৮ কোটি টাকা পাচারের অ'ভিযোগে পাপুল ও তার স্ত্রী সেলিনা এবং মেয়ে ওয়াফাসহ চারজনের বিরু'দ্ধে মাম'লা করেন।
অর্থ ও মানবপাচারের অ'ভিযোগে কুয়েতের কারা'গারে আছেন পাপুল।




