ওমরাহ পালনকারীদের কেউ করোনায় আক্রান্ত হয়নি
করো’’নাকালে স্বাস্থ্যবিধি মেনে ওমর'’াহ পালনকারীদের কেউ করো’’নায় আ’ক্রা'’ন্ত হননি। গতকাল ম’ঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মক্কা ও ম’দিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস এ তথ্য জানিয়েছেন।





গত ৪ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পর্যায়ক্রমে ওমর'’াহ কার্যক্রম শুরু হয়। গত চার মাসে মক্কা ও ম’দিনার পবিত্র দুই মসজিদে আসা ওমর'’াহ যাত্রী ও নামাজ আ’দায়কারীদের কেউ করো’’নায় সংক্রমিত হননি।
করো’’না বিস্তাররোধে মসজিদুল হারাম ও মসজিদে নববির সুরক্ষায় স্বাস্থ্যবিধি পালনে সাফল্য নিয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। হজ, ওমর'’াহ ও ভিসা গবেষণা বি’ষয়ক সাইন্টিফিক ফোরামের সৌদির ২০ তম অধিবেশন তা অনুষ্ঠিত হয়।





শায়খ সুদাইস বলেন, মসজিদ ও মক্কা-ম’দিনার পূণ্য ভূমিতে স্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের পদ’'ক্ষেপ নেওয়া হয়েছে। ফলে মক্কা ও ম’দিনার পবিত্র দুই মসজিদ করো’’না মহামা’রি থেকে সবচেয়ে নিরাপ'’দ ও সুরক্ষিত স্থান হিসেবে বিবেচিত হয়েছে।
গত ৪ জানুয়ারি করো’’না মহামা’রিরোধে ওমর'’াহ আ’দায় স্থগিত করা হয়। ওমর'’াহ পুনরায় চালুর পর বিগত চার মাসে প্রায় ১৯ লাখ ৩৪ হাজার লোক ওমর'’াহ পালন করেছেন এবং ৫৪ লাখ ৮০ হাজার মুসল্লি মসজিদুল হারামে নামাজ আ’দায় করেছেন। সূত্রঃ আরব নিউজ




